নিজস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া, আমার কলম :- গ্রামীণ হাওড়ার বিশিষ্ট সমাজসেবী প্রয়াত সমীর কুমার দাস এর স্মৃতির উদ্দেশ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে রবিবার বিকালে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মূলত, উলুবেড়িয়া ইনস্টিটিউট অ্যান্ড লাইব্রেরী, অধ্যাপক অরুণ দাশগুপ্ত স্মৃতিরক্ষা কমিটি ও দ্বান্দ্বিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
পাশাপাশি রবিবার উলুবেড়িয়ার অন্যতম তৃণমূল কংগ্রেস নেত্রী প্রয়াত রূপালী ব্যানার্জী -র স্মৃতির উদ্দেশ্যেও স্মরণ সভার আয়োজন করা হয়। এই স্মরণ সভার আয়োজন করা হয় ধুলাসিমলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে।
এদিনের এই স্মরণ সভা গুলিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং এলাকার বাসিন্দারা।


No comments:
Post a Comment