ডেস্ক রিপোর্ট, আমার কলম :- ঝাড়খণ্ডের তিন বিধায়ককে সাসপেন্ড করলো কংগ্রেসের কেন্দ্ৰীয় নেতৃত্ব! বিপুল পরিমাণ টাকা গাড়ি থেকে উদ্ধার কাণ্ডে কংগ্রেসের কেন্দ্ৰীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে।
পাশাপাশি কংগ্রেসের সমস্ত বিধায়কদেরকে দেওয়া হয়েছে হুঁশিয়ারি। ভবিষ্যতেও কেউ যদি এমন কোনো ঘটনা ঘটান তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে সাসপেন্ডও করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রামীণ হাওড়ার পাঁচলা মোড় থেকে শনিবার উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। তখনই ওই গাড়ি থেকে আটক করা হয়েছে তিন জন কংগ্রেস বিধায়ককে। এই তিন কংগ্রেস বিধায়ক হলেন রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারি।
অবশেষে ঝাড়খণ্ডের ওই তিন জন কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ওই গাড়ির চালক ও আরও একজন সাথীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি সিআইডি এই পুরো ঘটনার তদন্তে নেমেছে।


No comments:
Post a Comment