Breaking

Sunday, July 31, 2022

বিপুল পরিমাণে কয়েন উদ্ধার করল নানুর থানার পুলিশ!

রোহিত শেখ, নানুর, বীরভূম, আমার কলম :- ED যখন টাকা উদ্ধার করে তোলপার রাজ্য রাজনীতি। এবার শনিবার বীরভূমের নানুরে বিপুল পরিমাণের খুচরো কয়েন উদ্ধার করলো নানুর থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের খবর পায় যে, মুর্শিদাবাদ থেকে ৬ বস্তা কয়েন কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে। নানুর থানা পুলিশ বীরভূম - পূর্ব বর্ধমান লাগোয়া পালিতপুর এর বাসে তল্লাশি করে বস্তায় করে কয়েন কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। 

পুলিশ বাসের ড্রাইভার ও খালাসী কে জিজ্ঞাসা করে জানতে পারে মুর্শিদাবাদের ধুলিয়ানে বাসে চাপানো হয়েছিল তাদের বলেছিল কলকাতায় নামবে। 

একটি বস্তায় এক টাকা কয়েন ছিল ও বাকি পাঁচ বস্তায় দু টাকা কয়েন ছিল। পুলিশের আনুমানিক প্রায় ৪ লক্ষ্য টাকা কয়েন আছে। কয়েনগুলি VIP বাসে করে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছি। WB 57 G 1786 এই নাম্বারের বাসে করে যাচ্ছিল। 

কিসের উদ্দেশ্যে বিপুল পরিমাণ কয়েন যাচ্ছিল তদন্ত শুরু করেছে নানুর পুলিশ। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।


No comments:

Post a Comment

Adbox