Breaking

Saturday, July 30, 2022

বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার! তিন বিধায়ক আটক!

নিজস্ব প্রতিনিধি, পাঁচলা, আমার কলম :- বিধায়কের গাড়ি থেকে আবারও হদিস মিললো বিপুল পরিমাণ টাকার। বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হলো ঝাড়খণ্ড গামী গাড়ি থেকে। 

ঘটনাটি ঘটেছে, গ্রামীণ হাওড়ার পাঁচলা থানার রানিহাটি এলাকায়। আটক করা হয়েছে, MLA নেমপ্লেট আটকানো একটি কালো স্করপিও গাড়ি থেকে। সেই গাড়িতে স্তুপাকৃতি টাকা। 

উদ্ধার হওয়া টাকার পরিমাণ এত বেশি যে, টাকা গোনার জন্য কাউন্টিং মেশিন নিয়ে আসা হচ্ছে। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই গাড়িতে জামতারার এমএলএ লেখা ছিল। ওই গাড়িতে ঝাড়খণ্ডের কংগ্রেস তিন জন বিধায়ক রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারী। তাঁদের ইতিমধ্যেই আটক করা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাস্তার ধারে ওত পেতে বসেছিলেন। এরপর সেই গাড়িটি আটক করতেই টাকার হদিস মেলে। 

No comments:

Post a Comment

Adbox