Breaking

Saturday, July 30, 2022

উলুবেড়িয়া রবীন্দ্রভবনে পবিত্র মহরম উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো প্রশাসনিক প্রস্তুতি সভা

প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :-  আগামী ৯ই আগস্ট, মঙ্গলবার, পবিত্র মহরম। আর তার আগেই আজ শনিবার বিকালে উলুবেড়িয়া রবীন্দ্রভবনে পবিত্র মহরম উপলক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। 

আর এদিনের এই প্রশাসনিক প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু। উপস্থিত ছিলেন আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান সহ উলুবেড়িয়া পৌরসভার সকল সিআইসি মেম্বার। 

উপস্থিত ছিলেন DM (ডি.এম.), SP (এস.পি.), ADI. SP (এডিশনাল.এসপি.), OC (ওসি) সহ প্রশাসনিক বিভিন্ন আধিকারিকরা। এই প্রস্তুতি সভায় নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

No comments:

Post a Comment

Adbox