Breaking

Saturday, July 30, 2022

উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান উৎসব

প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- দীর্ঘ করোনা মহামারির সময়ে রাজ্যের বুকে ব্লাড ব্যাঙ্ক গুলিতে দেখা দিয়েছিল রক্ত সংকট। আর এই রক্তের অভাবে সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী থেকে শুরু করে অন্যান্য মুমূর্ষ রোগীরা ও তাদের আত্মীয় স্বজনরা। 

আর এই রক্তের ঘাটতি মেটাতেই উদ্যোগী হয় গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভা। শনিবার, উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে এবং মোট ৬ টি ব্লাড ব্যাঙ্ক এর সহযোগিতায়, উলুবেড়িয়া রবীন্দ্রভবনে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান উৎসব। উলুবেড়িয়া পৌরসভার মোট ওয়ার্ড ৩২ টি। আর এই ৩২ টি ওয়ার্ডের বাসিন্দারা এই মহতী রক্তদান শিবিরে স্বেচ্ছায় নিজেদের রক্তদান করেন। 

আর এদিনের এই স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার সিআইসি মেম্বার শেখ আকবর, অসিরঞ্জন অধিকারী, মহিনুদ্দিন মিদ্দে (বাদশা), স্বপ্না সেন, রীতা ব্যানার্জী সহ অন্যান্য ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতারা। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন, অসিত ব্যানার্জী, মেহেদী হাসান সর্দার, কৌশিক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। 

উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এই রক্তদান উৎসবে প্রচুর মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ১,৫০০ জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করেন। উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এই রক্তদান উৎসবের জন্য এলাকার সমস্ত স্তরের সাধারণ মানুষেরা ভুয়সী প্রশংসা করেছেন।

No comments:

Post a Comment

Adbox