ডেস্ক রিপোর্ট, আমার কলম :- ভারতকে কমনওয়েলথ গেমসে সোনা এনে দিল এক বাংলার সন্তান। ভারত কমনওয়েলথ গেমসে তৃতীয় স্বর্ণপদক পেল বাঙালি ছেলের জন্য। এবার সোনা জিতলেন অচিন্ত্য শেউলি, ৭৩ কেজি বিভাগে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রথমে তিনি 'স্ন্যাচ'-এ ১৪৩ কেজি ভারোত্তোলন করেন। তারপর তিনি ১৪৩ কেজি তুলে সেই রেকর্ড ভেঙে দেন। পরে তিনি সমস্ত রেকর্ড ভেঙে দেন 'ক্লিন এন্ড জার্ক'-এ ১৬৬ কেজি তোলার পর সফলভাবে ১৭০ কেজি ওজন তুলে মোট ভারোত্তোলনের ক্ষেত্রে।
অচিন্ত্য সব মিলিয়ে মোট ৩১৩ কেজি ভারোত্তোলন করে তৃতীয় স্বর্ণপদক এনে দিলেন ভারতকে। গ্রামীণ হাওড়ার পাঁচলার দেউলপুর গ্রামের বাসিন্দা অচিন্ত্য শিউলি দারিদ্রের সঙ্গে লড়াই করে দেশের জন্য নিয়ে এলো সোনা।
অচিন্ত্য শিউলির এই সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


No comments:
Post a Comment