ডেস্ক রিপোর্ট, আমার কলম :- সোমবার, আইপিএলের ১৫ বছর পূর্তি হল। আইপিএলের প্রথম ম্যাচ হয়েছিল, ২০০৮ সালের ১৮ এপ্রিল। সেই দিক থেকে দেখলে আইপিএলের জন্মদিন ১৮ এপ্রিল। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, ১৪ বছর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নেওয়া এই পরিকল্পনাটি টি-২০ ক্রিকেটের ধারনাটাই বদলে দিয়েছে।
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল কেকেআর ও আরসিবি। আর সেই উদ্বোধনী ম্যাচেই ব্রেন্ডন ম্যাকালাম ১৫৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন।
আর সোমবার, আইপিএলের ১৫ বছর পূর্তির দিনে, মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্স, প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ৫ উইকেট হারিয়ে ২১৭ রান স্কোর বোর্ডে তোলে।
জবাবে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১৯.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ২১০ রানই করতে পারে। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে রাজস্থান ৭ রানে জয়ী হয়।
এই ম্যাচে দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলেছেন জস বাটলার। তিনি ৬১ বলে ১০৩ রান করেন। এটা নিয়ে এই মরশুমে বাটলারের এটি দ্বিতীয় শতরান। অ্যারন ফিঞ্চ ২৮ বলে ৫৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। শ্রেয়স আইয়ার ৫১ বলে ৮৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন।
এই ম্যাচে দুর্দান্ত বোলিং করলেন যুজবেন্দ্র চাহাল। চাহাল, এই ম্যাচে এক ওভারে হ্যাট্রিক সহ ৪ টি উইকেট নেন। এক ওভারেই বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স, শিবম মাভি ও কামিন্সের উইকেট নিয়ে পুরো ম্যাচের রাশ টেনে নেন রাজস্থান রয়্যালসের দিকে। চাহাল, এই ম্যাচে মোট ৫ টি উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
No comments:
Post a Comment