ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম :- ভোটের সময় তিনি তার এলাকার সাধারণ মানুষকে বলেছিলেন ভোটে হার, জিত যাই হোক এলাকার সাধারণ মানুষের পাশে তিনি থাকবেন। আর মানুষকে দেওয়া কথা তিনি রাখলেন ভোটে নির্বাচিত কাউন্সিলর পদে শপথ নেওয়ার পরেই।
উলুবেড়িয়া পৌরসভার একমাত্র বাম কাউন্সিলর জয়িতা সাঁতরা তার উদ্যোগে তার নিজের এলাকা উলুবেড়িয়া পৌরসভার-১০ নম্বর ওয়ার্ডের সাধারণ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষরা যাতে সরকারি বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত না হয় তার জন্য উদ্যোগী হন তিনি।
সরকারের জনমুখী প্রকল্পে যাতে তার ১০ নম্বর ওয়ার্ডের মানুষ আরও বেশি করে অংশ নিতে পারে। তার জন্য গত শনিবার থেকে সোমবার পর্যন্ত বাম কাউন্সিলর জয়িতা সাঁতরার বাড়ির সামনে অনুষ্ঠিত হয় এক শিবির। আর তিনদিনের এই শিবিরে এলাকার বহু মানুষই রাজ্য সরকারের জনমুখী প্রকল্প গুলির জন্য তাদের আবেদন পত্র জমা দেন।
পাশাপাশি এই ক্যাম্পে আসা বহু সাধারণ মানুষের নিজেই ফর্ম ফিলাপ করে দেন উলুবেড়িয়া পৌরসভার বাম কাউন্সিলর জয়িতা সাঁতরা। এছাড়াও এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বাম নেতা তারক দাস ও শৈলেন বাগ।
No comments:
Post a Comment