ডেস্ক রিপোর্ট :- বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস) অনুষ্ঠিত হবে বুধবার ও বৃহস্পতিবার। শিল্প সম্মেলন সফল করার জন্য কয়েক মাস ধরেই সরকারি পর্যায়ে তৎপরতা চলছে। রাজ্য সরকার, এই সম্মেলন থেকে শিল্পে বড়ো ধরনের বিনিয়োগের আশা করছে।
ইতিমধ্যেই বিদেশ থেকে এই সম্মেলনে যোগদানের জন্য অতিথিরা উপস্থিত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানালেন।
তিনি পোস্ট লেখেন, ' আজ যুক্তরাজ্য, জাপান, বাংলাদেশ, কেনিয়া ও ভুটানের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করলাম। সবাইকে ধন্যবাদ জানাই সময় করে আমাদের এই রূপসী বাংলায় আসার জন্য।'
তিনি আরও লেখেন, ' আমরা মজার আলোচনা করেছি এবং আমি আপনাদের সবার সাথে আবার দেখা করার জন্য উন্মুখ। আপনাকে আবারও ধন্যবাদ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।'
No comments:
Post a Comment