Breaking

Wednesday, April 20, 2022

হাওড়া গ্রামীণ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে পোষণ অভিযান

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- মঙ্গলবার, ১৯ এপ্রিল, ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার উদ্যোগে রাজ্য ও জেলা ব্যাপী পোষণ অভিযান পালন‌ করা হয়। আর তারই অঙ্গ হিসাবে হাওড়া গ্রামীণ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগেও পোষণ অভিযান পালন‌ করা হয়। 

এই কর্মসূচীর অঙ্গ হিসাবে অঙ্গনওয়ারী স্কুলের 
শিশুদের মধ্যে ফল, চকলেট, কেক, বিস্কুট দেওয়া হয়। বিভিন্ন স্কুলের প্রায় ২০০ টির মতো শিশুদের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। 

এছাড়াও হাওড়া গ্রামীণ মহিলা মোর্চার পক্ষ থেকে প্রায় ৪০ জন আইসিডিএস, আশাকর্মী, অন্যান্য কর্মীদেরকে সম্বর্দ্ধনা দেওয়া হয়। ২০ জন গর্ভবতী মেয়েদের মধ্যে পুষ্টিকর  খাদ্যদ্রব্য দেওয়া হয়। এই সমস্ত কার্যক্রমটি অনুষ্ঠিত হয় হাওড়া গ্রামীণ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী শুভ্রা ঘোষের নেতৃত্বে। 

এদিন শুভ্রা ঘোষ জানান, এই সমস্ত শিশু ও মহিলাদের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আগামী দিন গুলিতেও আমরা এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবো। 

No comments:

Post a Comment

Adbox