ডেস্ক রিপোর্ট :- নিত্যযাত্রীদের সপ্তাহের প্রথম কাজের দিনেই রেল অবরোধে নাজেহাল হতে হল। সোমবার সকালে হকাররা শিয়ালদা মেইন লাইনে কল্যাণী সীমান্ত স্টেশনে বিক্ষোভ দেখান।
তাদের বক্তব্য, করোনা পরিস্থিতির আগে এই স্টেশনে স্টপেজ দিত দিনের প্রথম লোকাল। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পর সেই নিয়ম তুলে দেওয়া হয়েছে।
এর প্রতিবাদ করে বিক্ষোভকারীরা কল্যাণী সীমান্ত স্টেশনে রেল অবরোধ করেন। এর ফলে একাধিক লোকাল আটকে পড়ে। কিছুক্ষন পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
No comments:
Post a Comment