Breaking

Saturday, April 2, 2022

সিবিআই হেফাজতে নিল অভিযুক্ত ৯ জনকে

ডেস্ক রিপোর্ট :- রামপুরহাটের বগটুই গণহত্যার ঘটনার পর পুলিশ ৯ জন অভিযুক্তকে জেল হেফাজতে নেয়। সিবিআই এবার সেই  ৯ জন অভিযুক্তকে তাদের  হেফাজতে নিল। 

শুক্রবার, সিবিআই এর আইনজীবী, রামপুরহাট এসিজেএম আদালতে ১০ জনকে ৫ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেন। আদালত সূত্র মারফত জানা গিয়েছে, বিচারক শৌভিক দে সিবিআই এর সেই আবেদন মঞ্জুর করে ৯ জনকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 

এছাড়াও আরও এক অভিযুক্তকে ৩ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

No comments:

Post a Comment

Adbox