Breaking

Saturday, April 2, 2022

গরু পাচার কাণ্ডে সিবিআই এর তলব অনুব্রত মণ্ডলকে

ডেস্ক রিপোর্ট :- তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ফের সিবিআই তলব করল। গরু পাচার কাণ্ডের জন্য তাকে তলব করা হয়েছে। 

তৃণমূল নেতার ঘনিষ্ঠ মহল সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআই, তাঁকে তলব করেছে আগামী ৬ এপ্রিল, বুধবার সকাল ১১ টায়। তাঁকে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে, সিবিআই এর নিজাম প্যালেসের দফতরে। সিবিআই, তাঁকে, এর আগেও মোট ৪ বার তলব করেছে। কিন্তু এই ঘটনা তিনি এড়িয়ে যান বারবার। 

অনুব্রত মণ্ডল আবেদন জানায় হাইকোর্টেও, রক্ষাকবচ এর জন্য। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাঁর সেই আবেদন খারিজ করে দেয়। আর তার পরই সিবিআই এর এই তলব। 

No comments:

Post a Comment

Adbox