ডেস্ক রিপোর্ট :- কৃষ্ণনগর থেকে হুলারঘাট গামী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বহু লোক আহত। দুই বাসের চালক গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হসপিটাল এ ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের কথা অনুসারে, দুই দিক থেকে গতিশীল অবস্থায় আসতে থাকা বাস সাতপুকুরের বাকের কাছে মূলত নিয়ন্ত্রণ হারিয়ে টোটোকে বাঁচাতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং একাধিক লোক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
NH 6 থেকে মায়াপুরে আসার একমাত্র সড়ক পথ হল মায়াপুর সড়কপথ। পূর্ত দপ্তরের নির্দেশে রাস্তা সম্প্রসারণ এর কাজ চলচ্ছে। এই দুটি বাস ই কৃষ্ণগর থেকে হুলোর ঘাট রুটের গারি।
স্থানীয় বাসিন্দার মানিক বৈরাগ্যের কথায়, এই সাত পুকুরের একটা বিরাট বাক রয়েছে এই বাকের কাছেই সারা বছর এক্সিডেন্ট হয়ে থাকে। আমরা আতঙ্ক এ থাকি। এটা এক্সিডেন্ট প্রবন জায়গা হয়ে দারিয়েছে।
No comments:
Post a Comment