Breaking

Sunday, April 3, 2022

দুই ২৪ পরগনা ভেঙে দেওয়া হচ্ছে

ডেস্ক রিপোর্ট :-  মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, ভাঙার প্রক্রিয়া শুরু করেছে, দুই ২৪ পরগনা জেলাকে। 

সূত্রের খবর অনুযায়ী, দুটি জেলায় ভাঙা হবে উত্তর ২৪ পরগনাকে। পৃথক জেলার মর্যাদা দেওয়া হবে বসিরহাটকে। সূত্রের খবর,  তিনটি বা চারটি জেলা তৈরি করা হবে দক্ষিণ ২৪ পরগনাকে ভেঙে। 

পরিকল্পনা মাফিক, ডায়মন্ড হারবার এবং আলিপুর সদর নিয়ে একটি জেলা করা হবে।  ক্যানিং এবং বারুইপুর নিয়ে  দ্বিতীয় জেলা তৈরি করা হবে। সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা এবং সুন্দরবনকে পৃথক জেলা করা হবে। 

No comments:

Post a Comment

Adbox