Breaking

Sunday, April 3, 2022

শেখলাল ও মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, উদ্ধার বোমা

ডেস্ক রিপোর্ট :- সিবিআই রামপুরহাট হত্যাকাণ্ডে শেখলাল ও মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ করেছে। সূত্রের খবর অনুযায়ী, টোটোয় করে বোমা এবং পেট্রোল আনা হয়েছিল। 

আর গ্রামবাসীদের সেই অভিযোগ নিয়ে দুই ব্যক্তির বয়ান রেকর্ড করা হবে। অন্যদিকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত তথা পলাতক পলাশ শেখের বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় বোমা। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় বম্ব স্কোয়াডকে ডেকে। 

No comments:

Post a Comment

Adbox