Breaking

Saturday, April 30, 2022

ঈদের আগে উলুবেড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না সেনের উদ্যোগে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ

প্রদীপ কুমার সাঁতরা, উলুবেড়িয়া, আমার কলম :- এখন পবিত্র রমজান মাস চলছে। আর কয়েক দিন পরেই পবিত্র ঈদ উৎসব। আর এই খুশির ঈদে দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে উদ্যোগী হলেন উলুবেড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না সেন। 

শুক্রবার পৌরমাতা স্বপ্না সেনের উদ্যোগে ঈদের আগে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি ৫ নম্বর ওয়ার্ডের ভাষাপাড়া ২ নম্বর প্রাইমারি স্কুলের সন্নিকটে অনুষ্ঠিত হয়। 

এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস। এছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, তৃণমূল কংগ্রেসের গ্রামীণ হাওড়ার সহ - সভাপতি বেনু কুমার সেন, তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সহ - সভাপতি কাজী আতিবর রহমান।

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল কুমার যাদব, ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না সেন, ১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অসিরঞ্জন অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। 

এদিন মোট ৪১৮ জন দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ১২ জন ইমাম ও ১২ জন মহাজন কেও নতুন বস্ত্র উপহার হিসাবে দেওয়া হয়। ঈদের আগে নতুন বস্ত্র পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার সাধারণ মানুষজন। 




No comments:

Post a Comment

Adbox