Sunday, May 1, 2022

উলুবেড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে 'দাওয়াত এ ইফতার'

ডেস্ক রিপোর্ট :- উলুবেড়িযা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কথা ডেভিড রাও এর আহ্বানে শনিবার 'দাওয়াত এ ইফতার' এর আয়োজন করা হয়। 

বাউড়িয়ার ৬ নম্বর ওয়ার্ডের কদমতলা প্রাইমারি স্কুলে এই 'দাওয়াত এ ইফতার' অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই 'দাওয়াত এ ইফতার' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু। 

এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণের সহ - সভাপতি বেনু কুমার সেন , তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সভাপতি অসিত ব্যানার্জী, তৃণমূল কংগ্রেসের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের সহ - সভাপতি কাজী আতিবর রহমান। 

উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা স্বপ্না সেন, ৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কথা ডেভিড রাও, ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ফিরোজা বেগম, ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা বিনা প্রামাণিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।  




No comments:

Post a Comment

Adbox