Thursday, April 28, 2022

ঈদের আগে প্রশাসনিক বৈঠক বাউড়িয়া থানায়

প্রদীপ কুমার সাঁতরা, বাউড়িয়া, আমার কলম :- পবিত্র রমজান মাস চলছে। আর কয়েকদিন পরেই খুশির ঈদ উৎসব। আর এই খুশির ঈদ যাতে সাধারণ মানুষরা খুশিতে, শান্তিতে ও নিরাপদে কাটাতে পারে তার জন্যই তৎপর বাউড়িয়া থানা। 

আর তাই ঈদের আগে বুধবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়া থানায় এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এই প্রশাসনিক বৈঠক, মূলত বাউড়িয়া থানা সমন্বয় কমিটির উদ্যোগেই অনুষ্ঠিত হয়। 

আর বুধবারের এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস সহ উলুবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা। উপস্থিত ছিলেন বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন্ত দাস ও হাওড়া গ্রামীণ পুলিশ এর একাধিক শীর্ষ স্থানীয় কর্তারা। 

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এই প্রশাসনিক বৈঠকে ঈদের দিনে সমস্ত এলাকার নিরপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। খুশির ঈদের দিনে কোনরকম অপ্রীতিকর ঘটনা রুখতেই বাউড়িয়া থানার এই উদ্যোগ। 

No comments:

Post a Comment

Adbox