Breaking

Friday, April 1, 2022

সিবিআই এর তলব ২ পুলিশকর্মীকে

ডেস্ক রিপোর্ট :- রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তের জন্য সিবিআই ফের দমকলের ওসি-কে তলব করল।  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, আরও ২ জন রামপুরহাট থানার পুলিশ কর্মীকে ডেকে পাঠিয়েছে। 

সূত্রের খবর অনুযায়ী, সিবিআই জানতে চায়, এই দুই পুলিশ কর্মী ঘটনার রাতে কোথায় ডিউটি করছিলেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে সিবিআই, কম্পালসারি ওয়েটিংয়ে থাকা রামপুরহাট এর তৎকালীন এসডিপিও সায়ন আহমেদ এবং সাসপেন্ড হওয়া রামপুরহাট থানার তৎকালীন আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করেছে। 

No comments:

Post a Comment

Adbox