Breaking

Friday, April 1, 2022

সিবিআই ডিএনএ পরীক্ষা করাবে নিহতদের

ডেস্ক রিপোর্ট :- সিবিআই, ডিএনএ পরীক্ষা করাবে, রামপুরহাট কাণ্ডে মৃত ৯ জনের মধ্যে ৭ জনের। ডিএনএ পরীক্ষা করা হবে,  সোনা শেখের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৭ টি দগ্ধ দেহের।  

গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, রিপোর্ট গুলির সাথে মৃতদের আত্মীয়দের ডিএনএ রিপোর্ট খতিয়ে দেখা হবে। বগটুই কাণ্ডে মৃতদেহ গুলি তাঁদের দিয়ে শনাক্ত না করিয়েই ময়না তদন্তের পর সৎকার করা হয়েছিল বলে অভিযোগ করে মিহিলাল শেখ সহ বাকি স্বজনহারারা।  

সিবিআই, তদন্তের মধ্যে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নিয়েছে। 

No comments:

Post a Comment

Adbox