Breaking

Friday, April 1, 2022

১৯৮৮-র পর রেকর্ড গড়ল বিজেপি

ডেস্ক রিপোর্ট :- বিজেপি, নতুন উচ্চতায় পৌঁছে গেল, রাজ্যসভায়। সংসদের উচ্চকক্ষের সদস্যসংখ্যা, একশো ছুঁয়ে ফেলল, গেরুয়া শিবির। 

এই প্রথম কোনও দল রাজ্যসভায় একক শক্তিতে ১০০ ছুঁয়ে ফেলল, ১৯৮৮ সালের পর। অন্যদিকে খুবই সঙ্গীন অবস্থা কংগ্রেসের। কংগ্রেসকে সংসদের উচ্চকক্ষেও বিরোধী তকমা হারাতে হতে পারে। 

কংগ্রেস রাজ্যসভায় একক শক্তিতে ১০০ ছুঁয়েছিল শেষবার, ১৯৮৮ সালে। সেই কংগ্রেস রাজ্যসভায় এখন রয়েছে ২৯ আসনে। 

No comments:

Post a Comment

Adbox