Breaking

Friday, April 1, 2022

শাস্তি পেলেন বিরোধী দলনেতা

ডেস্ক রিপোর্ট :-  আপাতত দৈনিক ভাতার টাকা পাবেন না, বিধানসভায় বিজেপির সাসপেন্ড হয়ে যাওয়া ৭ বিধায়ক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও নাম রয়েছে সেই তালিকায়। 

বৃহস্পতিবার ওই ৭ জন বিধায়কদের  বিধানসভার সচিবালয় থেকে চিঠি দিয়ে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। 

তাদের এটাও জানিয়ে দেওয়া হয়েছে, তাঁরা সাসপেন্ড থাকবেন যত দিন, ঠিক তত দিন বিধানসভার কোনও স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তাঁরা উপস্থিত থাকতে পারবেন না। 

No comments:

Post a Comment

Adbox