প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম :- শুক্রবার, কেকেআর টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত ম্যাচে কিছুটা এগিয়ে দেয় কলকাতাকে।
প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাবের ইনিংস শেষ হয়ে যায় ১৩৭ রানে। পাঞ্জাব ১৮.২ ওভারেই অলআউট হয়ে যায়। এদিন আইপিএলে পঞ্জাবের হয়ে ব্যাট হাতে ভানুকা রাজাপাকসে টানা ৩ টি ছক্কা মেরেছেন। তিনি ৯ বলে ৩১ রান করে আউট হয়ে যান।
কলকাতাকে সেই রান তাড়া করতে খুব একটা অসুবিধেয় পড়তে হয়নি। কেকেআর ৪ উইকেট হারিয়ে মাত্র ১৪.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আর সেই সঙ্গে এই ম্যাচটিকে ৬ উইকেটে জিতে নেয়।
আর এই ম্যাচে ওয়াংখেড়েতে দেখা গেলো রাসেল ঝড়। আন্দ্রে রাসেল এই ইনিংসে ২৬ বলে ২ টি চার ও ৫ টি ছক্কার সাহায্যে নিজের হাফ-সেঞ্চুরি (৫০ রান) পূর্ণ করেন। রাসেল এর ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের পথ সহজ হয় কেকেআর - এর। রাসেল এই ম্যাচে অপরাজিত ৭০ রান করেন। রাসেল এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপ পেলেন।
শ্রেয়স আইয়ার ব্যাট করতে নামেন তিন নম্বরে। তিনি ১৫ বলে ২৬ রান করেন। টিম সাউদি নেন ২ টি উইকেট। সেই সাথে সাউদি তিনটি ক্যাচ নিয়েছেন।
উমেশ যাদব কলকাতাকে প্রথমেই চালকের আসনে বসিয়ে দেন। উমেশ ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নেন। উমেশ এবারের আইপিএলে পার্পেল ক্যাপ পেলেন। দুর্দান্ত বোলিং এর জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন উমেশ যাদব।
No comments:
Post a Comment