Breaking

Saturday, March 12, 2022

World Cup : ডু অর ডাই ম্যাচে বিশাল রানে জয় পেলো ভারতীয় দল

ডেস্ক রিপোর্ট, আমার কলম :- বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে মাঠে নামে ভারতীয় মহিলা দল। আর সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারিয়ে দিল ভারতের মহিলা ক্রিকেট দল। ভারত প্রথমে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ৩১৭ রান স্কোর বোর্ডে তোলে। স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর এই ম্যাচে দুর্দান্ত শতরান করেন। 

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দল ভারতীয় দলের বোলিং এর সামনে বেশিক্ষন টিকতে পারেনি।  ৪০.৩ ওভার ব্যাট করে মাত্র ১৬২ রানেই (অলআউট) শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। ওপেনার ডিন্দ্রা ডটিন সর্বোচ্চ ৬২ রান করেন। ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে স্নেহ রানা নেন ৩ টি উইকেট। মেঘনা সিং নেন ২ টি উইকেট। 

No comments:

Post a Comment

Adbox