Breaking

Saturday, March 12, 2022

বিধাননগরে পুর বাজেট পেশ হবে ২৩ মার্চ

ডেস্ক রিপোর্ট :- বিধাননগর কর্পোরেশন নতুন পুর বোর্ড গঠন এর পর প্রথম বাজেট পেশ করতে চলেছে। আগামী ২৩ মার্চ পেশ করা হবে বাজেট, পুরসভার সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে। 

আদালতের নির্দেশে, করোনার কারণে বিধাননগর কর্পোরেশনের ভোট প্রায় পিছিয়ে গিয়েছিল একমাস।  ভোট দেরি করে হওয়ার কারণে বিলম্ব হয় পুরবোর্ড গঠন করতে। 

এপ্রিলের আগেই পরবর্তী আর্থিক বছরের জন্য পুর বাজেট পেশ করতে হবে, পুর আইন অনুযায়ী। তাই শীঘ্রই পুর বাজেট পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন পুরকর্তারা। 

No comments:

Post a Comment

Adbox