Breaking

Monday, March 14, 2022

বাবার হাতে ধর্ষিত মেয়ে

ডেস্ক রিপোর্ট :- কৃষ্ণনগরের নদীয়ার ঘটনা। অষ্টম শ্রেণীর এক কিশোরী কাতর আর্জি জানায় পুলিশের কাছে, বাবার কাছে আমি আর থাকতে চাই না। কিন্তু কেন? কিশোরীটি জানায় পুলিশকে যে, বাবা ৩ বছর ধরে তাকে ধর্ষণ করছে। 

কথাটি পাঁচ কান না করার জন্য, মেয়েকে দিব্যি দিয়েছিলেন কাউকে না জানাতে এই ব্যাপারটা। কিন্তু নাবালিকা শেষ পর্যন্ত এই শারীরিক নির্যাতন আর সহ্য করতে না পেরে, নিজের বন্ধুদেরকে বিষয়টি জানায়। তারপর প্রতিবেশীদের কানে আসে বিষয়টি। আর তারপরই পুলিশের দারস্থ হয় তারা কিশোরীটিকে নিয়ে। 

No comments:

Post a Comment

Adbox