ডেস্ক রিপোর্ট :- রাজ্যের আসানসোল লোকসভা কেন্দ্রে ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে প্রায় ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে। নির্বাচন কমিশন সেরকমই প্রস্তুতি নিচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আসানসোল লোকসভায় ও বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হবে আগামী ১২ এপ্রিল।
গত বিধানসভা নির্বাচনে (২০২১ সালে) ২০ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী ছিল প্রতি বিধানসভা পিছু। সূত্রের খবর অনুযায়ী, আসন্ন এই দুই উপনির্বাচন কেন্দ্রে ওই একই পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়ে বুধবারের মধ্যেই।
No comments:
Post a Comment