Breaking

Thursday, March 31, 2022

এই মন্ত্র জপ করুন প্রতিদিন ১০৮ বার

ডেস্ক রিপোর্ট :- জ্যোতিষশাস্ত্র  মতে, ভাগ্য তো ফিরবেই এই মন্ত্রটি পাঠ করলে, সেই সঙ্গে জীবন ভরে উঠবে খুশিতে। সঙ্গ ছাড়বে কালো শক্তি। আটকে যাওয়া কাজ সম্পন্ন করতে পারবেন। 

মন থেকে দূর হবে খারাপ চিন্তা। প্রসঙ্গত উল্লেখ্য, এই মন্ত্রটি প্রতিদিন  ১০৮ বার জপ করতে হবে কম করে, তবেই মিলবে সুফল। 

আসুন মন্ত্রটি কি দেখে নেওয়া যাক - দেহি সৌভাগ্যম আরোগ্যিয়াম দেহি মে পরামম সুখাম কুপম দেহি জায়াম দেহি, যশো দেহি দ্বিষোজাহী।

No comments:

Post a Comment

Adbox