Breaking

Thursday, March 31, 2022

বিমল গুরুং কি এবার বিজেপির পথে?

ডেস্ক রিপোর্ট :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জিটিএ নির্বাচনের কথা বলেছেন, পাহাড় সফরে গিয়ে। কিন্তু বিমল গুরুং চান না জিটিএ নির্বাচন। 

নির্বাচন গায়ের জোরে হলে, তিনি হুঁশিয়ারি দিয়েছেন অনশনে বসারও। নির্বাচনের বিরুদ্ধে তিনি আলোচনার ডাক দিয়েছেন ২ এপ্রিল। তিনি, এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন, বিজেপি নেতা তথা দার্জিলিঙ এর বিজেপি সাংসদ রাজু বিস্তাকেও। 

রাজনৈতিক মহলে জল্পনা শুরু তার পরেই। বিমল গুরুং কি এবার ফের একবার বিজেপির পথে? 

No comments:

Post a Comment

Adbox