Breaking

Friday, March 11, 2022

অন্তর্বাস খোলানো হল ছাত্রীদের

ডেস্ক রিপোর্ট :- রঙিন লেগিংস এবং অন্তর্বাস পরে আসছে ছাত্রীরা স্কুলের পোশাকের নিচে। এর ফলে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের পোশাকবিধি! আর তারই অজুহাত দেখিয়ে ছাত্রীদের লেগিংস এবং অন্তর্বাস খুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের নামে। 

আসানসোলের বারাবনির একটি বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। বিষয়টি জানাজানি হবার পরেই বিদ্যালয়ে এসে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। এমনকি বিদ্যালয় থেকে প্রধান শিক্ষকের বদলিরও দাবি ওঠে। 

বিদ্যালয় কর্তৃপক্ষ রঙিন লেগিংস খুলে ফেলার নির্দেশ স্বীকার করেছে। কিন্তু অন্তর্বাস খোলানোর বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। 

No comments:

Post a Comment

Adbox