ডেস্ক রিপোর্ট :- 'তনু ওয়েডস মনু'র নতুন সিক্যুয়েল আসতে চলেছে বড়পর্দায়। চিত্রনাট্য সম্পূর্ণ তৈরি। কিন্তু মাধবনের সঙ্গে আর জুটি বাঁধবেন না কঙ্গনা রানাওয়াত। জানা যাচ্ছে, ছবিতে কঙ্গনার বাড়ির ভাড়াটে আইনজীবীর চরিত্র চিন্টু কুমারকেই গুরুত্ব দিয়ে গল্প এগোবে।
চিত্রনাট্যকার হিমাংশু শর্মা নতুন ‘তন্নু ওয়েডস মনু'তে চিন্টু কুমার(মহম্মদ জিসান আয়ূব) ও তন্নু অর্থাৎ কঙ্গনার মধ্যে প্রেমের সম্পর্ক দেখাবেন।
No comments:
Post a Comment