রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : নিজের ভোট নিজে দিন সহ একাধিক দাবিতে আসানসোলের মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিলো সিপিআইএম। সোমবার আসানসোলের রবীন্দ্রভবনের সামনে থেকে মিছিল করে মহকুমা শাসক অভিজ্ঞান পাঞ্জার হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।
সিপিআইএম এর নেতৃত্বরা জানান, আসন্ন আসানসোল পৌর নিগম নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এবং প্রতিটি বুথে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এমনকি নিজের ভোট নিজে যেন দিতে পারে তার ব্যবস্থা করতে হবে।
পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের নির্বাচনের কাজে যাতে ব্যবহার না করা হয় তাঁরও ব্যবস্থা করতে হবে।এদিন এই সমস্ত দাবি নিয়ে সিপিআইএম এর পক্ষ থেকে আসানসোলের মহকুমা শাসকের অফিসে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে সিপিএম নেতা পার্থ মুখার্জি কি বলেন, আমরা সমস্ত ওয়ার্ডে সম্পূর্ণ নিরাপত্তা চাই। মানুষ যেনো মানুষের ভোট নিজে দিতে পারে, আমরা সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি বাম কর্মীদের উপর মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা বন্ধ করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি নিয়ে আমরা আজ বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি জমা দিলাম।
৭৯ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী মিনা লাহিড়ী কর্মকার বলেন, মানুষ যেনো নিজের ভোট নিজে দিতে পারে। ভোটের আগে যেনো দুষ্কৃতীরা এখানে প্রবেশ করতে না পারে। মানুষ যেনো ভয় মুক্ত হয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে।
No comments:
Post a Comment