Breaking

Monday, February 7, 2022

যাত্রী তোলা নিয়ে মিনিবাস ও অটোর মধ্যে গন্ডগোল, প্রতিবাদে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে বাস বন্ধ

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : যাত্রী তোলা নিয়ে মিনিবাস ও অটোর মধ্যে গন্ডগোলের ঘটনায় উত্তেজনা ছড়ালো আসানসোল সিটি বাস স্ট্যান্ডে। 

সোমবার এই ঘটনার প্রতিবাদে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে মিনিবাস পরিষেবা বন্ধ করে দেয় বাস কর্মীরা। জানা গিয়েছে রবিবার রাতে যাত্রী তোলা নিয়ে মিনিবাস ও অটোর মধ্যে গন্ডগোল হয়। অভিযোগ এই ঘটনার পর ওই অটো চালক মিনিবাসের কাঁচ ভাঙার করে।

এই ঘটনার প্রতিবাদে সোমবার থেকে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে সমস্ত রুটের মিনিবাস পরিষেবা বন্ধ করে দেয়। ঘন্টা দুয়েক মিনিবাস পরিষেবা বন্ধ থাকে। মিনিবাস কর্মীদের দাবি, অবিলম্বে এই সম্যসার সমাধান করতে হবে।শেষ পর্যন্ত তৃণমূলের শ্রমিক সংগঠনের আশ্বাসে ফের মিনিবাস পরিষেবা শুরু হয়েছে। 

এই প্রসঙ্গে আসানসোলের আই এন টি টি ইউ সি নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, কাল রাতে ঘটনাটি ঘটেছে। একটা মিনি বাসের সাথে একটা অটোর বিবাদ বাঁধে। আমরা খবর পেয়ে সকালে সেখানে যাই। এখন সব ঠিক আছে। যাত্রী তোলা নিয়ে সমস্যা হয়েছে। নির্বাচনের পর আমরা নেতৃত্বের সাথে বসে প্রত্যেকে গাড়ির রুট আলাদা করে দেবো। 

No comments:

Post a Comment

Adbox