Breaking

Monday, February 7, 2022

নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল পৌর নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সোমবার আসানসোলের বাজারে তিনি এই কটাক্ষ করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১২ ই ফ্রেবয়ারি, আসানসোল পৌর নিগমের নির্বাচন হবে।তাই এদিন শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

এদিন আসানসোল পৌর নিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিবপ্রসাদ বর্মণের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন বাজনা সহকারে বাজারের বিভিন্ন এলাকায় তিনি প্রচার করেছেন। এই নির্বাচনী প্রচারের মাধ্যমে তৃণমূল সরকারকে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

এদিনের নির্বাচনী প্রচারে এসে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, রামের ভোট কখনো বামে যায় না। বরং যারা বামে ছিল তারা রামে চলে এসেছে। আর তারা সব রামের সঙ্গেই থাকবে। তিনি আরো বলেন, বিজেপি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়। আর তৃণমূল যদি মনে করে যে, বামেদের দিয়ে রামেদের সমস্যায় ফেলবেন। তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। 

No comments:

Post a Comment

Adbox