নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া : আর কয়েকদিন পরেই আগামী ২৭ শে ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হতে চলেছে উলুবেড়িয়া পুরসভার নির্বাচন। আর সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি।
রাজ্যের বিভিন্ন পৌরসভার জন্য নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় রয়েছে উলুবেরিয়া পৌরসভার নামও। যেখানে পৌরসভার ৩২ টি ওয়ার্ডের জন্য নিজেদের প্রাথী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যেখানে পুরনোদের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে নতুনদেরও।
সূত্রের খবর অনুযায়ী, উলুবেড়িয়া পৌরসভার জন্য বিজেপি মনোনীত প্রার্থীদের তালিকা দেখে নেওয়া যাক।
⏩ ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সঞ্জয় ভরদ্বাজ।
⏩ ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী - কাঞ্চন পাসি।
⏩ ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী - বিন্দু বিকাশ ধাড়া।
⏩ ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী - রোহিত সাহানী।
⏩ ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী - অপর্ণা সাঁতরা।
⏩ ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী - জয়ন্ত ধাড়া।
⏩ ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সেখ মোহাম্মদ সফিউল্লাহ।
⏩ ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী - অনামিকা মল্লিক।
⏩ ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী - অপর্ণা শাসমল দাস।
⏩ ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সুচিত্রা রায়।
⏩ ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী - প্রতাপ দেবনাথ।
⏩ ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী - প্রশান্ত দেঁড়ে।
⏩ ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী - দীপিকা সামন্ত।
⏩ ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী - লালু মণ্ডল।
⏩ ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সুরজ কুমার চৌধুরী।
⏩ ১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী - প্রার্থনা পণ্ডিত।
⏩ ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী - শম্ভু মাঝি।
⏩ ১৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী - প্রীতম মণ্ডল।
⏩ ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সৌমিতা মণ্ডল।
⏩ ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সমিত কুমার বেড়া।
⏩ ২১ নম্বর ওয়ার্ডের প্রার্থী - নব কুমার মাল।
⏩ ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী - কৃষ্ণাশিস বসু মল্লিক।
⏩ ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী - পুনম পাত্র।
⏩ ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী - বঙ্কিম পাল।
⏩ ২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী - কৌশিক বোস।
⏩ ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী - পাপিয়া মণ্ডল।
⏩ ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সব্যসাচী প্রধান।
⏩ ২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী - শান্তনু চক্রবর্তী।
⏩ ২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী - অঞ্জনা অধিকারী।
⏩ ৩০ নম্বর ওয়ার্ডের প্রার্থী - সংকরী চেতেল।
⏩ ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী - শ্রীমন্ত রয়।
⏩ ৩২ নম্বর ওয়ার্ডের প্রার্থী - আশরাফ আলী লস্কর।
No comments:
Post a Comment