রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৮৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী মধুমিতা চ্যাটার্জির সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হলো। রবিবার আসানসোলের ইসমাইলে এই নির্বাচনী সভা করা হয়েছে। এদিনের নির্বাচনী সভায় বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১২ ই ফ্রেবয়ারি, আসানসোল পৌর নিগমের নির্বাচন হবে।তাই শেষ মুহূর্তের জমজমাট নির্বাচনী প্রচার। এদিন বিজেপির প্রার্থী মধুমিতা চ্যাটার্জির সমর্থনে নির্বাচনী সভার মাধ্যমে সকলকেই বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। সভা শুরুর আগে প্রয়াত সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের ফটোকৃত্বিতে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান বিজেপির নেতৃত্বরা।
এদিনের নির্বাচনী সভায় বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি বলেন, আজ এক মহান শিল্পী লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন। তার জন্য দেশে ২ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। সেখানে দাঁড়িয়ে শাসক দল তাদের রথী মহারথীদের নিয়ে, স্টার ক্যাপেনারদের নিয়ে প্রচার চালাচ্ছেন। তাই তাদের এই নির্লজ্জতাকে তুলে ধরার জন্য আজ এই অনুষ্ঠানটি করতেই হলো।
No comments:
Post a Comment