Breaking

Sunday, February 6, 2022

আসানসোলের নির্বাচনী প্রচারে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শতাব্দী রায়

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : পশ্চিম বর্ধমান এর আসানসোল পৌর নিগমের নির্বাচনী প্রচারে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকসাংসদ শতাব্দী রায়। ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২ নম্বর ওয়ার্ডে রবিবাসরীয় প্রর্চার সারলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। এদিন সকালে আসানসোলের চিত্রা মোড় থেকে শুরু করে গোড়াই রোড হয়ে বুধা পর্যন্ত যায়। 

তৃর্ণমূল কংগ্রেস প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে খেলা হবে গান বাজিয়ে প্রচার সারলেন। একই সাথে বিভিন্ন ওয়ার্ড ঘুরলেন। 

এদিন প্রচারে এসে তিনি বলেন, ভারতের কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকর এর মৃত্যুতে ভারতের সংগীত জগতের বিশাল বড়ো ক্ষতি হয়ে গেলো। ওনার মতো বড়ো মাপের শিল্পীকে আর আমরা পাবো কি না জানি না। ওনার দৃষ্টান্ত উনি নিজেই। 

No comments:

Post a Comment

Adbox