ডেস্ক রিপোর্ট, আমার কলম : সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৯২ বছর।
কেন্দ্রীয় সরকার, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর প্রয়াণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশে ২ দিনের রাষ্ট্রীয় শোক থাকবে।
লতা মঙ্গেশকর এর স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে গতকাল থেকেই। খবর পেয়ে, বোন আশা ভোঁসলে, দিদিকে দেখতে আসেন, মুম্বাই এর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।
এছাড়াও সুপ্রিয়া সুলে, চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর ও রশ্মি ঠাকুরেকেও দেখতে এসেছিলেন সুর সম্রাজ্ঞীকে।
আজ বেলা ১২ টা নাগাদ লতা মঙ্গেশকর এর মরদেহ আনা হবে প্রভুকুঞ্জের বাসভবনে। শিবাজী পার্কে নিয়ে যাওয়া হবে বিকেল ৪ টে নাগাদ। ওনার শেষকৃত্য সম্পন্ন করা হবে সন্ধ্যে সাড়ে ৬ টায়।
কোকিল কণ্ঠীর প্রয়াণে শোক জানিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজনাথ। শ্রদ্ধা জানিয়েছেন রাহুল। প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া, অপূরণীয় ক্ষতি হলো ভারতীয় কলা জগতে। ভারত তার সুর হারালো।
No comments:
Post a Comment