Breaking

Tuesday, February 8, 2022

৭৮ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী চন্দন মিশ্রর সমর্থনে পার্থ মুখার্জীর সভা

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। 

আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ৭৮ নম্বর ওয়ার্ডের বামফ্রন্টের মনোনীত প্রার্থী হলেন চন্দন মিশ্র। তিনি ইতিমধ্যেই তার শেষ লগ্নের প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে। 

তিনি মঙ্গলবার, ৭৮ নম্বর ওয়ার্ডের বার্নপুরে  সমর্থককে সাথে নিয়ে নির্বাচনী জনসভা করে প্রচার করলেন তিনি। এই সভায় উপস্থিত বিশিষ্ট বামফ্রন্ট নেতা পার্থ মুখার্জী। 

এদিন চন্দন মিশ্র জানান, এই পৌর নিগম নির্বাচনে মানুষের রায় তার সমর্থনেই হবে। তিনি জানান, তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। তিনি সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানান। তিনি সকলের সুস্থতা কামনা করেন। আর জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানিয়েছেন। 




এদিন ৭৮ নম্বর ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী চন্দন মিশ্রর সমর্থনে পার্থ মুখার্জীর সভা করলেন। পার্থ মুখার্জী বলেন, মানুষকে সঠিক পথটা বেছে নিতে হবে। বামপন্থা সব সময় মানুষের কথা বলে। রামের ভোট না দিয়ে বামে ভোট দিন। 


No comments:

Post a Comment

Adbox