Breaking

Wednesday, February 9, 2022

তৃণমূল টিকিট দেয়নি, তাই এলাকার মানুষের দাবিতে এবার নির্দল প্রার্থী হয়ে লড়বেন উলুবেড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কাজী মানোয়ারা বেগম

ডেস্ক রিপোর্ট, উলুবেড়িয়া, আমার কলম : তৃণমূলের হয়ে টিকিট না পেয়ে এবার নির্দল হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিলো উলুবেড়িয়া পৌরসভার বিদায়ী কাউন্সিলর। জানা গেছে, তৃণমূলের হয়ে এবার উলুবেড়িয়া পৌর ভোটে টিকিট পায়নি উলুবেড়িয়া পৌরসভার-৭ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কাজী মানোয়ারা বেগম

জানা গেছে, মঙ্গলবার উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে নির্দল প্রাথীর জন্য মনোনয়ন পত্র পেশ করেছেন তিনি। আর এই প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার বাউড়িয়ায় এক সাক্ষাৎকারে কাজী মনোয়ারা বেগম বলেন, দল আমায় প্রার্থী করেনি। কিন্তু এই ওয়ার্ডের মা বোনেরা ও সাধারণ মানুষ আমায় প্রার্থী হিসাবে চেয়েছে। তাই আমি নির্দল প্রার্থী হিসাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।



আর এই প্রসঙ্গে তার স্বামী তথা তৃণমূল নেতা কাজী আতিয়ার রহমান বলেন, আমি ১৯৯৮ সাল থেকে তৃণমূল দল করে এসেছি এই বাউড়িয়া এলাকায়। বাম জামানায় এই এলাকায় দলকে প্রতিষ্ঠা করেছি। দলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল প্রাথী করবে বলে, কিন্তু শেষ পর্যন্ত তা করেনি।

কিন্তু এই ৭ নম্বর ওয়ার্ডের মানুষের চাওয়ায় নির্দল হিসাবে লড়াই করার এমন সিদ্ধান্ত। পাশাপাশি তিনি বলেন, জয় আমাদের এই ওয়ার্ডে নিশ্চিত। যদি মানুষের ভোটে তিনি নির্বাচিত হয় তা হলে তিনি শাসক দলের পাশেই থাকবে। পাশাপাশি তিনি বলেন, আমরা দিদিকে ভালোবেসে দল করতে এসেছি, আগামী দিনে দিদির পাশেই থাকবো। কিন্তু আমাদের প্রাথী পছন্দ না হওয়ায় নির্দল প্রাথী দেবার এমন সিদ্ধান্ত। 




No comments:

Post a Comment

Adbox