Breaking

Tuesday, February 8, 2022

নির্বাচনী কর্মী সভায় বিজেপিকে কটাক্ষ করলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নি ঘোষ

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল পৌর নিগমের নির্বাচনী প্রচারে এসে বিজেপিকে কটাক্ষ করলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নি ঘোষ

মঙ্গলবার বার্নপুরের সম্প্রতি হলে নির্বাচন উপলক্ষে তৃণমূলের এক কর্মীসভা অনুষ্ঠিত হল। এদিনের নির্বাচনী কর্মী সভায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নি ঘোষ, সহ আসানসোল পৌরনিগমের আসানসোল দক্ষিণের সমস্ত তৃণমূল প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এদিনের নির্বাচনী সভায় বিজেপিকে কটাক্ষ করলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নি ঘোষ। এদিনের নির্বাচনী কর্মী সভার মাধ্যমে সকলকেই তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। 

এদিনের নির্বাচনী সভায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নি ঘোষ বলেন, আসানসোল আমার দ্বিতীয় ঘর। ভোটের আগে একবার সবার সঙ্গে দেখা করার প্রয়োজন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে এসে এখানকার তৃণমূল প্রার্থী ও কর্মীদের সঙ্গে দেখা করে গেলাম। মানুষ তৃণমূলকে ভোট দিক, আসানসোলের উন্নয়নকে সুনিশ্চিত করার জন্য।

পাশাপাশি তিনি বলেন, নির্দল প্রার্থী অনেক রয়েছে, কিন্তু তাদের ভোট দিয়ে নিজের ভোটকে নষ্ট করবেন না। কারণ, তারা ভোটে জিতলেও সেই তৃণমূলেই এসে যোগদান করবে। তাই মানুষকে এটাই বলা এলাকার উন্নয়ন এর স্বার্থে তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করুন আর আসানসোলের পৌরসভায় তৃনমূলের বোর্ড গঠন করুন। 

No comments:

Post a Comment

Adbox