রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আসানসোল পৌর নিগমের অন্তর্গত ৮৪ ও ৮৫ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার আসানসোলের ইসমাইল মোড় সহ বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী প্রচার করেছেন।
এদিনের শেষ লগ্নের নির্বাচনী প্রচারে ৮৪ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী মধুমিতা চ্যাটার্জী এবং ৮৫ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী কাকলি ঘোষ, বিজেপির আসানসোল জেলা সভাপতি দিলীপ দে, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী, বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক লক্ষন ঘোড়ুই সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
এদিনের নির্বাচনী প্রচারের মাধ্যমে সকলকেই বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে।
এদিনের শেষ লগ্নের নির্বাচনী প্রচারে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অখিলেশ যাদবের জমানায় উত্তর প্রদেশের অবস্থা কি হয়েছিল সবার জানা আছে ৷ বর্তমানে যোগীর শাসনকালে উত্তর প্রদেশ উত্তম প্রদেশে পরিণত হয়েছে ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি করা যায় কি না, সেই চেষ্টা করবেন। আসলে রিজিওন্যাল দলগুলি প্রাইভেট কোম্পানি ছাড়া আর কিছু নয়৷ যেখানে আসলে পরিবারতন্ত্র কায়েম আছে৷ তাদের পরিবারের সদস্যদের মঙ্গলই একমাত্র আসল উদ্দেশ্য৷ তাই ব্যানার্জী পরিবারের এক সদস্য লক্ষ্ণৌ পৌঁছেছেন যাদব পরিবারের সদস্যকে সাহায্য করতে৷
No comments:
Post a Comment