রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল পৌর নিগমের নির্বাচন। আর সেই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে প্রচার তুঙ্গে আসানসোলে। আর সোমবার আসানসোল পৌরসভার ৮০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রাথী মোমিনদর সাউয়ের সমর্থনে পথ জনসভা করলেন বিজেপি কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা।
আর এদিনের এই পথ জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দিলীপ দে, বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জী, পুরুলিয়া জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা পশ্চিমবঙ্গ প্রদেশ নেতা বিদ্যাসাগর চক্রবর্তী সহ বিজেপি প্রার্থী ও বহু কর্মী সমর্থক। আর এদিন এই পথসভা করতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন কেন্দ্রীয় বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন তিনি বলেন, তৃণমূলে এখন দুটো লবি। তাই ওরা কি করবে তা বিজেপি ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই।
পাশাপাশি তিনি বলেন, ওদের অনেক কাট মানির অনেক টাকা, তাই খরচ করার পরিমাণও অনেক। অন্যদিকে তিনি বলেন, এরাজ্যে গণতান্ত্র বলে কিছু নেই। যদি থাকতো তাহলে মুখ্যমন্ত্রী এই ভাবে রাজ্যপালকে অসম্মান করতে পারতো না।
No comments:
Post a Comment