তাছাড়া এই সভাতে বিশেষ রূপে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃর্ণমূল সাধারণ সম্পাদক ভোলা সিং সহ তৃর্ণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন মুখার্জী,তৃণমূল নেতা মনোজ তেওয়ারি ও মহেশ্বর মুখার্জী সহ কর্মী সমর্থকেরা। এদিনের সভার মধ্যে বিজেপি ছেড়ে প্রায় পঞ্চাশজন তৃর্ণমুল কংগ্রেসে যোগদান করেন।তাদের দলীয় ঝান্ডা তুলেদেন জেলা সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়।
এই জনসভায় এসে বিধায়ক তথা জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন, উন্নয়নকে বজায় রাখতে এইবার সবার মূল্যবান ভোট তৃণমূলে।এই বার পৌরনিগমের একশোর বেশি আসন পেয়ে তৃণমূল বোর্ড গঠন করবে।কিন্তু কিছু নেতা রয়েছে দলে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী দিয়ে আজ তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করছে তাদের দল লিস্ট তৈরি করেছে নির্বাচনের পর তাদের ব্যাবস্থা নেওয়া হবে।তারা নাকি বলছে নির্দল প্রার্থী কে জয়ী করে কলকাতায় নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসে নাকি যোগদান করাবেন।
তবে সবাই মিলে সেইসব নেতাদের কাছে গিয়ে প্রশ্ন করুন যদি কলকাতায় তাদের এত বড় হাত বা মাথা রয়েছে তবে তাদের পছন্দের প্রার্থীকে টিকিট কেন দেওয়া করালো না।তাই কেউ ভাওতাবাজি কান না দিয়ে তৃণমূলে ভোট দিন আর এই উন্নয়ন মূলক সরকারের সাথে থাকুন। তাছাড়া এইদিন জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মবিন খান,মোহিত মণ্ডল সহ আরো অনেকে।
No comments:
Post a Comment