Breaking

Tuesday, February 8, 2022

আসানসোল পৌর নির্বাচনে ১০৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অঞ্জন মন্ডলের হয়ে রোড সো করলেন সায়নী ঘোষ

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল পৌর নিগমের নির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমে ২২ শে জানুয়ারি এই পৌর নিগমে ভোট গ্রহণের কথা বলা হলেও। কোভিডের কারণে তা পিছিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি করা হবে বলে জানায় রাজ্য নির্বাচন কমিশন।

আর সেই ভোট উপলক্ষে ইতিমধ্যে নিজেদের প্রাথী তালিকা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। চলছে তার প্রচারও। আর সেই প্রচারের অঙ্গ হিসাবেই সোমবার আসানসোল পৌর নিগমের ১০৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রাথী অঞ্জন মন্ডলের হয়ে প্রচার করেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। 

এদিন সায়নী ঘোষ বলেন, দলের উচ্চ নেতৃত্ব সবসময় আপনাদের কথা ভাবে। সুযোগ সব সময় সবার কাছে আসে না, তার মানে এই নয় যে আমি নির্দল প্রার্থী হয়ে যাবো। আপনারা কাজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মানুষের দুয়ারে দুয়ারে নিয়ে যান, পৌঁছে দিন। নিজের এলাকায়, নিজের বুথে উন্নয়ন করতে হবে। নিজের এলাকাকে মজবুত করে ধরে রাখতে হবে। 

No comments:

Post a Comment

Adbox