Breaking

Sunday, January 23, 2022

U-19 World Cup 2022 : ছোটদের বিশ্বকাপে ভারতের বিশাল রানে জয়

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : অনূর্ধ্ব - ১৯ বিশ্বকাপ ক্রিকেটের ২৩ নম্বর ম্যাচে ত্রিনিদাদে শনিবার মুখোমুখি হয় ভারতের অনূর্ধ্ব -১৯ ও উগান্ডা অনূর্ধ্ব -১৯। উগান্ডা অনূর্ধ্ব -১৯ টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। 

ভারত অনূর্ধ্ব -১৯ প্রথমে ব্যাট করে বিশাল রানের লক্ষ্যমাত্রা দেয় উগান্ডা -১৯ এর কাছে। ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৪০৫ রান স্কোর বোর্ডে তোলে। ভারতীয় ওপেনার অঙ্গকৃষ রঘুবংশী ও হারনুর সিং মিলে ওপেন করতে আসেন। হারনুর ১৫ রানে আউট হয়ে যায়। এরপর ক্যাপ্টেন নিশান্ত সিন্ধুও ১৫ রানে ড্রেসিং রুমে ফিরে যায়। তারপর ক্রিজে আসেন রাজ অঙ্গদ বাওয়া। এরপর ওপেনার অঙ্গকৃষ রঘুবংশী ও রাজ অঙ্গদ বাওয়া মিলে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যায়। এই দুই ভারতীয় ব্যাটসম্যান মিলে তৃতীয় উইকেটের পার্টনারশিপ হিসেবে ২০৬ রান যোগ করে। 

এই দুই ব্যাটসম্যান মিলে উগান্ডার দুর্বল বোলিংকে তুলোধোনা করেন। অঙ্গকৃষ রঘুবংশী ১২০.০ স্ট্রাইক রেট নিয়ে ১২০ বলে ১৪৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। রঘুবংশী তার ইনিংসে ২২ টি চার ও ৪ টি ছক্কা হাঁকান। 

অন্যদিকে রাজ অঙ্গদ বাওয়া এই ইনিংসে বিপক্ষের বোলিং নিয়ে কার্যত ছেলে খেলা করেন। তিনি ১৫০.০ স্ট্রাইক রেট নিয়ে ১০৮ বল খেলে করেন অপরাজিত ১৬২ রান। অঙ্গদ তার ইনিংস ১৪ টি চার ও ৮ টি ছয় দিয়ে সাজিয়েছেন। উগান্ডার বোলার পাসকাল মুরুঙ্গী ৩ টি উইকেট নেয়। 
উগান্ডা অনূর্ধ্ব-১৯ বিশাল রানের লক্ষ্যমাত্রা অর্জন করার লক্ষ্যে ব্যাট করতে নামে। কিন্তু ভারতীয় বোলারদের সামনে উগান্ডার অনভিজ্ঞ ব্যাটসম্যানরা টিকতে পারেনি। একের পর এক উইকেটের পতন ঘটাতে থাকে ভারতীয় বোলাররা। উগান্ডার পুরো ইনিংস মাত্র ৭৯ রানে শেষ হয়ে যায়। ক্যাপ্টেন পাসকাল মুরুঙ্গী ২৫ রানে অপরাজিত থাকেন। ভারতের নিশান্ত সিন্ধু ৪ টি উইকেট নেয়। 
ভারতের অনূর্ধ্ব-১৯ দল এই ম্যাচটিকে ৩২৬ রানে জিতে নেয়। ভারতীয় টিমের পারফরম্যান্স এই টুর্নামেন্ট খুবই ভালো। রাজ অঙ্গদ বাওয়া তার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স এর জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ভারত অনূর্ধ্ব -১৯ দলের দুর্দান্ত পারফরম্যান্স ক্রিকেট প্রেমী ভারতীয় দর্শকদের মনে আশা জাগাচ্ছে এবার হয়তো ভারত আবারো বিশ্ব জয় করবে। 
ম্যাচের স্কোর কার্ড - 
INDIA U-19 -- 405/5 (50.0 over) 
UGANDA U-19 -- 79/10 (19.4 over) 

ভারত অনূর্ধ্ব -১৯ এই ম্যাচে ৩২৬ রানে জয়ী। 



No comments:

Post a Comment

Adbox