Breaking

Wednesday, January 12, 2022

ISL 2021 - 22 : ম্যাচের শেষ মুহূর্তে জামশেদপুর এফসির কাছে পরাজিত এসসি ইস্টবেঙ্গল

প্রদীপ কুমার সাঁতরা, আমার কলম : মনে হচ্ছিল মঙ্গলবার গোল শূন্য ভাবেই শেষ হবে এসসি ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির ম্যাচ। কিন্তু শেষ মুহূর্তে গোল এলো। শেষ মুহূর্তে গোল করলো জামশেদপুর এফসি। তার ফল স্বরূপ ফের হারের মুখ দেখতে হলো এসসি ইস্টবেঙ্গলকে। ইস্টবেঙ্গল পুরো ম্যাচে লড়াই করলো কিন্তু তা সত্বেও ম্যাচে হারের সম্মুখীন হতে হয়। 

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। এই ম্যাচে ইস্টবেঙ্গল প্রথম একাদশে ১১ জন ভারতীয় নিয়ে মাঠে নামে। আইএসএলে এই রকম ঘটনা প্রথম বারের জন্য ঘটে। জয় না পেলেও ইস্টবেঙ্গলকে প্রানবন্ত লেগেছে মাঠে। 

ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষের দিকে ৮৮ মিনিটের মাথায় ইশান পণ্ডিতা' র করা গোলে শেষ মুহূর্তে জয় অর্জন করে জামশেদপুর এফসি (১-০)। 

এই মরশুমে লাল - হলুদ ১১ ম্যাচে জয় আনতে পারেনি। পয়েন্ট তালিকার একদম নিচে অবস্থান করছে ইস্টবেঙ্গল (৬ পয়েন্ট)। অন্যদিন জামশেদপুর এফসির সংগ্রহ ১১ ম্যাচে ১৯ পয়েন্ট। এই জয়ের ফলে জামশেদপুর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো। ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচ খেলবে গোয়ার বিরুদ্ধে ১৯ জানুয়ারিতে। 

No comments:

Post a Comment

Adbox