Breaking

Wednesday, January 12, 2022

Dilip Ghosh : ৫৭ নম্বর ওয়ার্ডে 'চায় পে চর্চা'য় দিলীপ ঘোষ

রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল :  রাজ্যের চারটি পৌর নিগম এর পুর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা-র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টি ডোর প্রচার সারছেন প্রার্থীরা। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ৫৭ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী হলেন অমর বাউড়ি। তিনি ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছেন জোরকদমে।আজ বুধবার আসানসোল পৌর নিগমের নির্বাচনী প্রচারে সামিল হলেন মেদিনীপুরের এম পি তথা বিজেপির সর্বভারতীয় ভাইস প্রেসিডেন্ট দিলীপ ঘোষ। এদিন সকালে কিছু কর্মী সমর্থকদের সাথে নিয়ে ৫৭ নম্বর ওয়ার্ডের বাতোরিয়া গ্রামে 'চায় পে চর্চা' তে সাংগঠনিক চর্চা ও আসন্ন নির্বাচনকে ঘীরে রণ কৌশল সাজালেন বিজেপি নেতৃত্বরা। 

৫৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমর বাউড়ি জানান, এই পৌর নিগম নির্বাচনে মানুষের রায় তার সমর্থনেই হবে। তিনি আরো জানান, তিনি জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী। তিনি সকলকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ জানান। তিনি সকলের সুস্থতা কামনা করেন আর জয়ের ব্যাপারে নিশ্চিত বলে জানিয়েছেন। 

এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, এই গ্রাম খুবই পুরোনো একটি গ্রাম। এখনকার প্রার্থী বহু দিন ধরে সমাজ সেবার সাথে যুক্ত আছেন। ওনাকে আমরা প্রার্থী করেছি। আজ সকালে কুয়াশার মধ্যে আমরা চা খেতে এসেছি। মানুষ আমাদের সাথে দেখা করার জন্য এসেছেন। স্বাভাবিকভাবেই মানুষ তো আসবেই। তিনি আরো জানান, তৃণমূল রাজনৈতিক ভাবে লড়াই করতে পারছে না। তাই পুলিশ দিয়ে ও অন্যান্য ভাবে আমাদের আটকানোর চেষ্টা করছে। কোনো জায়গায় গেলে স্বাভাবিকভাবেই মানুষ আসবে। আমাদের প্রচারে বাধা সৃষ্টি করা হচ্ছে। গনতন্ত্রে এভাবে মানুষকে আটকানো যায় না। মানুষের রায় মানুষ ঠিক জানাবে। আমরা ৫ জনকে সাথে নিয়েই প্রচার চালাচ্ছি, কিন্তু মানুষ যদি আমাদের সাথে পেছনে এসে যোগ দেয় আমাদের কিছু করার নেই। পুলিশ দেখুক কিভাবে করোনা বিধি রক্ষা করবেন। 

No comments:

Post a Comment

Adbox